বিদেশ সফরে সার্বক্ষণিক স্ত্রীদের পাশে চান কোহলিরা
স্পোর্টস ডেস্ক
কোহলি ও আনুস্কা
দীর্ঘ বিদেশ সফর থাকলে দীর্ঘদিন পরিবারের লোকজনকে ছেড়ে থাকতে হয়। এতে মানসিক দিক থেকে একটা চাপ থাকে। ভারতীয় দলের ক্রিকেটাররা অনেকদিন ধরেই দাবি তুলছিলেন, বিদেশ সফরে যেন স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি দেয় বিসিসিআই।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিন পর্যন্ত সে দাবি নিয়ে ভাবনা-চিন্তা তেমন একটা করেনি। এবার বিদেশ সফর চলাকালীন স্ত্রীকে সঙ্গে রাখার দাবি তুললেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি স্বয়ং।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিদেশ সফরে থাকাকালীন মাত্র দুই সপ্তাহ নিজেদের সঙ্গে স্ত্রীকে রাখতে পারবেন। এবার বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার কাছে আবেদন করলেন, বিদেশ সফরে দলের সদস্য ও স্টাফরা যেন গোটা সময়টা স্ত্রীকে নিজেদের সঙ্গে রাখতে পারেন!
জানা গেছে, ইতোমধ্যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট নিয়োযিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-র কাছেও পৌঁছেছে। সিওএ প্রধান বিনোদ রাই ও ডায়না ও ডায়না এডুলজি এই ইস্যুতে চিন্তা-ভাবনা শুরু করেছেন বলেও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সিওএ-র পক্ষ থেকে ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুভ্রমনিয়ামকে নিয়ম বদলের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে এই ব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না সিওএ। বরং বোর্ডের পরবর্তী আলোচনাসভায় এই প্রসঙ্গ উত্থাপনের ভাবনা রয়েছে বিনোদ রাইদের।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল